Posts

Showing posts from March, 2017

Bangladeshi all sim service.

ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ গ্রামীণফোনঃ *2# রবিঃ *140*2*4# বাংলালিঙ্কঃ *511# টেলিটকঃ *551# এয়ারটেলঃ *121*6*3# ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ গ্রামীণফোনঃ *1010*1# রবিঃ *8811*1# বাংলালিঙ্কঃ *874# টেলিটকঃ *1122# এয়ারটেলঃ *141*10#   ইন্টারনেট ব্যালেন্স কোডঃ গ্রামীণফোনঃ *566*10#, *566*13#, *567# রবিঃ *8444*88#, *222*81# বাংলালিঙ্কঃ*124*5#, *222*3# টেলিটকঃ *152# এয়ারটেলঃ *778*39#, *778*4#   মোবাইল ব্যালেন্স কোডঃ গ্রামীণফোনঃ *566# রবিঃ *222# বাংলালিঙ্কঃ *124# টেলিটকঃ *152# এয়ারটেলঃ *778# প্যাকেজ চেক কোডঃ গ্রামীণফোনঃ *111*7*2# রবিঃ *140*14# বাংলালিঙ্কঃ *125# টেলিটকঃ unknown এয়ারটেলঃ *121*8# চেক অফার কোডঃ গ্রামীণফোনঃ *444*1*2# রবিঃ *999# বাংলালিঙ্কঃ *7323# টেলিটকঃ unknown এয়ারটেলঃ *222*1# কাস্টমার কেয়ার নাম্বারঃ গ্রামীণফোনঃ 121, 01711594594 রবিঃ 123, 88 01819 400400 বাংলালিঙ্কঃ 121 টেলিটকঃ 121, 01500121121-9 এয়ারটেলঃ 786, 016 78600786

ক্যাপাসিটর বা ধারক কি?

Image
http://www.amaderelectronics.com/basic-electronics ক্যাপাসিটর বা ধারক কি? ক্যাপাসিটর বা ধারক  একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ বিশেষ। দুটি পরিবাহী পাতের মাঝে একটি ডাই-ইলেকট্রিক অপরিবাহী পদার্থ নিয়ে এটি গঠিত। ডাই-ইলেকট্রিক এমন একটি পদার্থ যা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে পোলারায়িত হতে পারে। এ ডাই-ইলেকট্রিক পদার্থ হতে পারে কাঁচ, সিরামিক, প্লাস্টিক কিংবা শুধুই বাতাস। ধারক , সার্কিট এ বিদ্যুৎ সংরক্ষণের আধার হিসেবে কাজ করে। ক্ষেত্রবিশেষে এটি উচ্চ ও নিম্ন তরঙ্গের জন্য ছাঁকনি (filter) হিসেবে কাজ করে। পূর্বে একে কনডেনসার বলে ডাকা হত (এখনো ক্ষেত্রবিশেষে ডাকা হয়)। কা রণ, প্রথমে বিজ্ঞানীগণ ভেবেছিলেন, ধারক এর মাঝে তড়িৎ একেবারে জমাট বেঁধে যায়। কিন্তু পরে জানা যায় যে, এখানে তড়িৎ জমে যায় না। শুধুমাত্র আধান সঞ্চিত হয় এবং প্রয়োজনানুযায়ী ব্যবহার করা যায়। মাঝের ডাই-ইলেকট্রিক পদার্থ টি ধারক ত্ব বৃদ্ধি করে।  ক্যাপাসিটর এর একক হচ্ছে ফ্যারাড।  Electrolytic Capacitor প্রকারভেদ নিচে বহুল ব্যবহৃত ক্যাপাসিটর ের কিছু প্রকারভেদ দেওয়া হলো। ইলেকট্রোলাইটিক ধারক / ক্যাপাসিটর

মোটর, জেনারেটর এবং মেশিন Part-1

Image
মোটর, জেনারেটর এবং মেশিন এর খুঁটিনাটি http://www.amaderelectronics.com/basic-electronics সূচনাঃ কেমন আছেন সবাই? আশা করি ভাল। আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে। এবার আসলাম একটু ভিন্ন স্বাদ এর কিছু নিয়ে। বাস্তব জীবনে আমরা “ মেশিন ” কথাটি অনেকাংশে ব্যবহার করি ঠিকই কিন্তু সবাই জানি না আসলে এই মেশিন শব্দটির সঠিক বৈজ্ঞানিক অর্থ কি। তাছাড়া জেনারেটর বা মোটর নিয়ে আমরা দিনের অনেকাংশ সময় কাটিয়ে দেই, যা কিনা প্রকৃতপক্ষে মেশিন। কিন্তু জানা নেই কিভাবে এগুলো কাজ করে। এর পিছনে এমন কি আছে যার ফলে কারেন্ট চলে গেলে আমরা ঘরেই কারেন্ট তৈরি করে আবার আগের মত সব কিছু চালাতে পারছি। এই যান্ত্রিক শক্তি ব্যবহার করে মাটির অভ্যন্তর থেকে মুহূর্তের মধ্যে পানি তুলতে পারছি। কিন্তু একবারও কি নিজেকে প্রশ্ন করেছেন এদের কার্যপ্রণালী সম্পর্কে? আজকে ইলেকট্রিক্যাল শর্ট নোট এর মাধ্যমে জেনে নেই এসমস্ত টুকিটাকি বিষয়গুলো। সেই সাথে ডিসি জেনারেটরের আভ্যন্তরীণ বিভিন্ন অংশ ও এর গঠন প্রণালি সম্পর্কে জানবো। পরিচ্ছেদসমূহ [ দেখুন ] মেশিন বা যন্ত্র কি? মেশিন বা যন্ত্রের  সংজ্ঞা অনেকটা এরকম- “ নির্দিষ্ঠ কার্

ভোল্টেজ,কারেন্ট,পাওয়ার

Image
http://www.amaderelectronics.com/basic-electronics ভোল্টেজ কি বা ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ (Voltage): কোন পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে  বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। ভোল্টেজ এর প্রতীক চিহ্ন হলো V এবং এর একক হলো Volt ( ভোল্ট )। ভোল্টেজ কিভাবে মাপে? ভোল্টেজ মাপবার যন্ত্রের নাম ভোল্ট মিটার । এই ভোল্ট মিটার ের টেস্ট প্রোব দুটি কে বিদ্যুতের উৎসের দুই প্রান্তে সংযুক্ত করে ভোল্টেজ পরিমাপ করতে হয়। নিচের চিত্রটি দেখলে বুঝতে সুবিধে হবে আশাকরি- মাল্টিমিটারের অভ্যন্তরে থাকা ভোল্ট মিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ মাপা হচ্ছে (ছবিসত্ত্বঃ Sparkfun) এখানে বিদ্যুৎ উৎস হিসেবে বামে পেন্সিল ব্যাটারি ও ডানে লিথায়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর কানেকশন ডায়াগ্রাম যদি লক্ষ্য করি তাহলে তা নিচের চিত্রের মত দেখাবে। এখানে উল্লেখ্য যে মাল্টিমিটারের লাল প্রোব টি ব্যাটারির পজেটিভ প্রান্তে এবং কালো প্রোব টি নেগেটিভ প্রান্তে যাবে। ভোল্ট মিটার দিয়ে কোন ব্যাটারির ভোল্টেজ মাপার চিত্র ও ডায়াগ্রাম এছাড়াও আরো ভিন্ন ভিন্ন ভাবে ভোল্টেজ

ট্রান্সফরমার

Image
http://www.amaderelectronics.com/basic-electronics প্রশ্নঃ ট্রান্সফরমার কি? উত্তরঃ সহজ কথায় বলা যায়, এমন একটি ইলেক্ট্রনিক যন্ত্র যেটি ইনপুট হিসেবে ইলেক্ট্রিক পাওয়ার নিয়ে আউটপুটেও ইলেকট্রিক পাওয়ার দিবে, কিন্তু এদের মধ্যে কোন তারের সংযোগ থাকবে না। কিন্তু, তাত্ত্বিক ভাবে বলতে গেলে বলতে হবে, ” ট্রান্সফরমার এমন একটি স্থির যন্ত্র বিশেষ যেখানে কারেন্টের সাপেক্ষে, এসি সাপ্লাই এর ভোল্টেজ হয় বাড়ানো হয় নয়ত কমানো হয়” । ইংরেজি শব্দ ট্রান্সফরম ( Transfom ) থেকে ট্রান্সফরমার ( transformer ) নামটি উদ্ভুত। যার বাংলা অর্থ কোন কিছুকে ট্রান্সফরম বা রূপান্তর করা। আমাদের দৈনন্দিন দেখা ট্রান্সফরমার সমূহ ভোল্টেজ ও কারেন্ট কে ট্রান্সফরম করে ব্যবহার উপযোগী করে বিধায় এটির নাম এমন দেয়া হয়েছে। প্রশ্নঃ ট্রান্সফরমার কিভাবে কাজ করে? ট্রান্সফরমার মূলত মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে। প্রাইমারী থেকে সেকেন্ডারী তে পাওয়ার ট্রান্সফার করে এই পদ্ধতি তে। এ সম্পর্কে ৮ নাম্বার পয়েন্টে লেখা হয়েছে। প্রশ্নঃ ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়? উত্তরঃ ধরুন পাওয়ার স্টেশন থেকে আপনার বাসা অনেক দূরে

এমবি শেষ হলো টাকা কাটে?? আর কাটবে না!! নিয়ে নিন সমাধান..

আজকে যে টিপস টি দিতে চাচ্ছি সেটি হলো ইন্টারনেট চলাকালীন সময়ে দেখা যায় যে এমবি প্রায় অনেক সময় শেষ হয়ে যায়। তারপর সিমে কিছু টাকা থাকলে সাথে সাথে শেষ হয়ে যায়। আজকে আমরা এটা বন্ধ করা শিখব। এখন থেকে ডাটা দিলে অথবা ইন্টারনেট চালাতে গিয়ে MB শেষ হয়ে গেলে আর টাকা কাটবে না। . এজন্য Gp সিম থেকে ডায়াল করুনঃ *121*3045# . এরপর একটা মেসেজ আসবে, তারপরে ডাটা দিয়ে ইন্টারনেট চালাতে থাকুন ডাটা শেষ হলে এক টাকাও কাটবে না। . আর আবার আগের অবস্হায় ফিরে যেতে ডায়াল করুনঃ *500*1#

Most important interview answer and question for EEE Part-Last-4

2. How can you start-up the 40w tube lite with 230v AC/DC without using any choke/Coil? It’s possible by means of Electronic chokes,otherwise it’s not possible to ionize the particles in tube light with normal voltage. 3. What is “pu” in electrical engineering? Pu stands for per unit and this will be used in single line diagram of power distribution and it is like a huge electrical circuit with no of components (generators, transformers, loads) with different ratings (in MVA and KV). To bring all the ratings into common platform we use pu concept in which, in general largest MVA and KV ratings of the component is considered as base values, then all other component ratings will get back into this basis.Those values are called as pu values. (p.u=actual value/base value). 5. Why link is provided in neutral of an ac circuit and fuse in phase of ac circuit? Link is provided at a Neutral common point in the circuit from which various connection are taken for the individual control circuit

Most important interview answer and question for EEE Part-3

51. what is boucholz relay and the significance of it in to the transformer? Boucholz relay is a device which is used for the protection of transformer from its internal faults, it is a gas based relay. whenever any internal fault occurs in a transformer, the boucholz relay at once gives a horn for some time, if the transformer is isolated from the circuit then it stop its sound itself other wise it trips the circuit by its own tripping mechanism. 52. What is SF6 Circuit Breaker? SF6 is Sulpher hexa Flouride gas.. if this gas is used as arc quenching medium in a Circuitbreaker means SF6 CB. 53. What is frantic effect? Output voltage is greater than the input voltage or receiving end voltage is greater than the sending end voltage. 54. What is meant by insulation voltage in cables? explain it? It is the property of a cable by virtue of it can withstand the applied voltage without rupturing it is known as insulation level of the cable. 55. Why we do 2 types of earthing on transformer (i